সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের বোস্টনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্র সময় রবিবার (১৫ আগস্ট) রবিবার দশটায় নিউ ইংল্যান্ড যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের বোস্টনের তরুণ সংগঠক তানভীর মুরাদের আহ্বানে আয়োজিত ওই শোকসভায় সভাপতিত্ব করেন নিউ ইংল্যান্ড যুবলীগের সভাপতি সালাহউদ্দিন খান সৈকত এবং অনুষ্ঠান পরিচালনা করেন বেঙ্গল টাইগার্সের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ ব্যবসায়ী তারেক আবসার, ক্যামব্রিজ পুলিশ অফিসার ক্যাডেট রনি ইসলাম, তরুণ ক্রিকেটার জাবেদ আবসার, কালাম, জলিল, ইমতিয়াজসহ আরো অনেকে।
সভায় বক্তারা ১৫ আগস্টের সেই দিনে ঘাতকদের হাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের মৃত্যুতে বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছিলো তার উপর আলোকপাত করেন। সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
Leave a Reply