দীর্ঘ ২মাস পর জামিনে মুক্ত হওয়ার পর এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও যুবনেতা জিয়া উদ্দিন বাবুলু। গতকাল শুক্রবার হারবাংয়ের ইনানীতে জিয়া উদ্দিন বাবুলু”কে এই ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পরে হারবাংয়ের ইনানী থেকে গাড়িবহর নিয়ে নিজ এলাকা চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডে গিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ ও এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এদিকে, দীর্ঘ দুই মাস পর জামিনে মুক্ত হওয়ায় প্রবাস থেকে ভার্সুয়ালে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সেমিশ্যাপাড়া সমাজকল্যাণ পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান চকরিয়া পৌরসভা কাতার প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি মোঃ রায়হান এবং বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ, সমাজকর্মী, সংবাদকর্মী ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। অপরদিকে, ফুলেল শুভেচ্ছার জবাবে জিয়া উদ্দিন বাবুলু তার বিপদে পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে তিনি আরো বলেন, এলাকার একটি কুচক্রীমহল তার সাথে দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কেবল সাময়িক কষ্ট দিতে পারে। এলাকাবাসীর দোয়া আমার সাথে ছিলো বলেই এসব মিথ্যা মামলা থেকে আজ এতো সহজে জামিনে মুক্ত হয়েছি।
Leave a Reply