দেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে ২০২০-২০২১ নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এ পরীক্ষায় জয়পুরহাট জেলার ২৩ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
মঙ্গলবার(৬ এপ্রিল) বিকেলে জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পক্ষে শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হুইপ স্বপন বলেন, যেসব শিক্ষার্থীবন্ধুরা দেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে ২০২০-২০২১ নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়েছ, আমি তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।এ পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়ে তোমরা শিক্ষা জীবনের আরেকটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছো। জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য অভিভাবক, শিক্ষক ও শ্রদ্ধেয়জনদের উপদেশ মত নিয়মানুবর্তিতার মধ্যে থেকে তোমরা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে আরও সাফল্য অর্জন করবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গোলাম হক্কানি,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা উপস্থিত ছিলেন।
Leave a Reply