দূর্ঘটনা এড়াতে জয়পুরহাটে রেল ক্রসিং এ লেভেলবার ও গেটম্যান নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে আমাদের পুরানাপৈল ফেসবুক গ্রুপ।
গতকাল শুক্রবার(২১ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার পারবাট্রা রেল ক্রসিং এলাকায় সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রায় ঘন্টাব্যপী এই কর্মসূচী পালন করে।
মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন, শহীদ জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল চৌধুরি, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম, আমাদের পুরানাপৈল ফেসবুক গ্রুপের অ্যাডমিন ফিরোজ হোসেন রাজ, সাগর, মোজাহিদ, রাকিব প্রমুখ।
এসময় বক্তরা বলেন, জয়পুরহাটে সাধারণ মানুষ অরক্ষিত রেল ক্রসিং গুলোতে পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ে হতাহতের ঘটনা দিন দিন বাড়ছে। রেল ক্রসিং এ লেভেলবার ও গেটম্যান না থাকায় ঘটছে অধিকাংশ দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ন অবস্থায় এই রেলক্রসিং দিয়ে প্রতিনিয়ত যানবহন ও পথচারীদের চলাচল করতে হচ্ছে। অবিলম্বে পারবাট্রা রেল ক্রসিং এলাকাসহ জয়পুরহাটের অরক্ষিত রেল ক্রসিং এ লেভেলবার ও গেটম্যান নিয়োগের দাবি জানান বক্তারা।
Leave a Reply