সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলে সভাপতিত্ব¡ করেন জয়পুরহাট জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক।
দোয়া মাহফিলে মরহুম কোকোসহ জিয়া পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়। এতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বকুল, মতিউর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি আবু রায়হান উজ্জল প্রধান, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা প্রমুখ।
Leave a Reply