জয়পুরহাটে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশ গ্রহণে উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ব্র্যাক এর সহযোগিতায় ও বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাবিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথী ,জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান টিটু, বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, ব্রাকের রাজশাহী ডিভিশনাল ম্যানেজার রায়হানুল ইসলাম, উপমার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল প্রমুখ।
Leave a Reply