“মাস্ক ব্যবহার করি, স্বাস্থ্যবিধি মেনে চলি” এই শ্লোগানকে সামনে রেখে জেলা স্কাউটসের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাসব্যাপী করোনা সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসাবে শনিবার (২ জানুয়ারি) সকালে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার ও জেলা স্কাউটসের সহসভাপতি মোহাম্মদ সালাম কবির।
এ সময় জেলা স্কাউটসের সম্পাদক বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার শাহাদুল ইসলাম সাজু , মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি ও জেলা মটর মালিক গ্রুপের নেতৃবর্গসহ জেলা স্কাউটসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, করোনা মহামারির মধ্যে মাস্ক পরার বিকল্প নেই। করোনা প্রতিরোধে জেলা স্কাউটসের পক্ষ থেকে মাস ব্যাপী ফ্রি মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করছে।মাস্ক বিতরণের পাশাপাশি করোনাভাইরাস সম্পর্কে সচেতনতাও সৃষ্টিতেও কাজ করেন স্কাউটসের সদস্যরা। জেলা শহরের ২০ টি পয়েন্টে জেলা স্কাউটসের সদস্যরা করোনা সচেতনতামূলক ওই ফ্রি মাস্ক ও লিফলেট বিতরণ করছে।
Leave a Reply