জয়পুরহাটে ফেন্সিডিলসহ হারুনুর রশীদ টুটুল নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে জেলা গয়েন্দা পুলিশ। শুক্রবার(৮ জানুয়ারি) বিকেলে পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হারুনুর রশীদ টুটুল বগুড়ার সদর উপজেলার মালগ্রাম এলাকার আবু তাহেরের ছেলে। সে বিডি টু নিউজ ও জেটিভি বগুড়া জেলা প্রতিনিধি।
জয়পুহাটের গয়েন্দা পুলিশের পরির্দশক শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক হারুনুর রশীদ টুটুল বিডি টু নিউজ ও জেটিভি সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বলে দাবি করে আসছেন।
সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করছে এক সাংবাদিক এমন সংবাদের ভিত্তিতে বেড়াখাই এলাকায় অভিযান চালিয়ে তার সঙ্গে ব্যাগ থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
এসময় আটক করলে তিনি সাংবাদিক পরিচয় দেন বলেও জানান পুলিশের পরির্দশক ।
Leave a Reply