জয়পুরহাটের ১১০ জন বাস-মিনিবাস মালিককে বাৎসরিক উপহার ভাতার চেক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার, (১০ফেব্রুয়ারী) দুপুরে জয়পুরহাট জেলা শহরের আনসার আলী কমপ্লেক্সে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভপতি আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের উপদেষ্টা গোলাম হক্কানী, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধূরী, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমূখ। যানজট নিরসনে জেলা শহরে নির্মানাধীন ৪ লেনের সড়কটি দ্রুগতিতে এগিয়ে চলায় বক্তারা জয়পুরহাট পৌর মেয়রের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা শহরের প্রধান প্রধান সড়কে অবৈধ্য যানবাহন নিয়ন্ত্রনে মেয়রের হস্তক্ষেপ দাবী করেন। পরে বাস-মিনিবাস মালিক গ্রুপের তহবিল থেকে জেলার ১১০জন বাস ও মিনিবাস মালিকদের প্রত্যেককে ১০ হাজার টাকার বাৎসরিক উপহার ভাতার চেক তুলে দেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
Leave a Reply