জয়পুরহাটের পাঁচবিবির ভুইডোবা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২০) সদস্যরা।আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ভুইডোবা সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কয়া ক্যাম্প কমান্ডার ইলিয়াছ হোসেন বলেন,ভুইডোবা সীমান্ত এলাকা দিয়ে দেশের অভ্যন্তরে মাদক পাচার করছে চোরাকারবারিরা এমন তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে ৫’শ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা করা হয়।
অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক দ্রব্য ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান ক্যাম্প কমান্ডার।
Leave a Reply