জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে।জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশন আয়োজনে মঙ্গলবার(১৫ ডিসেম্বর) রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আরিফুর রহমান রকেট , সাধারণ সম্পাদক জাকির হোসেন,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গোলাম হক্কানী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহসিন আলী, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খুরশেদ আলম সৈকত, জয়পুরহাট রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাবু, শ্রমিক ঐক্য জোটের সভাপতি মইনুল দেওয়ান, সাধারণ সম্পাদক রাব্বু মিয়া নুরু, সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন জনি প্রমুখ।
বক্তারা এসময় জয়পুরহাটের উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply