জয়পুরহাটে মাস্ক না পড়ায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাঁচুর মোড়ে ভ্রাম্যমাণ আদালতের হাকিম নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার বেদবতী মিস্ত্রী আদালত পরিচালনা করেন ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকরণে রোববার শহরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী
নেতৃত্বে পরিচালিত কোর্টে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ১০ জনকে সর্বমোট ২৪ শ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বাজারসহ জনবহুল স্থানে মাস্ক পরিধান নিশ্চিত করতে কঠোর অভিযান অব্যাহত থাকবে। ইতিপূর্বে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়েছে।
ওই প্রচার অভিযানে বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকরণে জেলায় মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে ঘোষণা করা হয়।
Leave a Reply