টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে পড়ে এক কন্যা শিশুর মৃ্ত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ঘাটাইলের পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
শিশু জেদনি (৩) ধনবাড়ী উপজেলার জুলহাসের মেয়ে। জুলহাস দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।
জানা যায়, জুলহাসের বাড়ী পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলায়। তিনি ঘাটাইল পশ্চিমপাড়া এলাকায় জনৈক বারেক মিয়ার বাড়ীতে পরিবার সদস্যদের নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে শিশুটি তার মায়ের সাথে বাড়ীর পাশেই খেলা করছিল। পরে হঠাৎ শিশুটিকে খুঁজে না পেয়ে তার মাসহ এলাকাবাসী খোঁজাখুঁজি করে।
পরে পাশের ডোবায় বেলা পাঁচটার সময় শিশুটির লাশ ভেসে উঠলে তাঁকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
পরবর্তীতে শিশু জেদনিকে সমাহিত করার জন্য জুলহাসের গ্রামের বাড়ী ধনবাড়ীতে লাশ নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।
Leave a Reply