টাঙ্গাইলের ঘাটাইলে সরকার ঘোষিত লকডাউন বিধিনিষেধ অমান্য করায় গতকাল ২৭ জুলাই মঙ্গলবার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন।
এই অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৮ মামলায় ৭০ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পৌরএলাকা, ধলাপাড়া, কামালপুর, সাগরদিঘী, জোড়দিঘীসহ অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় লকডাউন অমান্য করে দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও যানবাহন এবং জনসমাগম করার কারনে ২৮ জনের বিরুদ্ধে মামলা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,এ সময় তাদের কাছ থেকে ৭০ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করা হয়।
Leave a Reply