টাঙ্গাইলের সখিপুর উপজেলায় ব্যাক্তি উদ্যোগে ৪ কিলোমিটার সড়কের পাশে কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে।
আজ (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকিপুর উপজেলার শালগ্রামপুর হতে তেজপুর ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশে লাগানো হচ্ছে কৃষ্ণচূড়ার গাছ। সঙ্গে আছে ঔষধি গাছ।
কেন্দ্রিয় আ.লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের নিজ উদ্যোগে রোববার শালগ্রামপুর বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল (লেবু), ইউএনও চিত্রা শিকারী, সাবেক যুগ্ম সচিব লিয়াকত আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদার, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বিভিন্ন সময় ব্যতিক্রমী ও সমাজসেবামূলক কাজ করে থাকেন। এবার তিনি শোক দিবস উপলক্ষ্যে গ্রামের সড়কের পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেন। বৃক্ষ রোপণ করার পর এগুলো দেখভাল ও পরিচর্যার দায়িত্ব পালন করবেন স্থানীয় কয়েকটি সংগঠনের সদস্যরা।
ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ জানান, গাছগুলো হারিয়ে যাচ্ছে। এই জাতের গাছ লাগানোতে মানুষকে উদ্বুদ্ধ করা। গাছ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ফুলে ফুলে উপজেলাকে সাজিয়ে তুলতেই এ আয়োজন। পর্যায়ক্রমে উপজেলা বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে।
Leave a Reply