প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গণ টিকা (কোভিড-১৯ টিকা) প্রদান কর্মসূচি বাস্তবায়নে “টিকাদান কেন্দ্রে” জনগণের পাশে দাঁড়াবে ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।এই নির্দেশনার প্রেক্ষিতে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলী’র দিকনির্শনায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়।
মহামারিকালীন জাতির এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের জনগণ বিনা মুল্যে কভিড-১৯ টিকা গ্রহন করছে। সবাইকে টিকার আওতায় আনতে আগষ্টের প্রথম সপ্তাহে পরিক্ষামুলক গণটিকাদান কর্মসুচির ঘোষণা দেন।
সরকারের গণটিকাদান কর্মসূচি সফল করতে ঈশ্বরদীতে টিকাদান কেন্দ্রে পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন মাহমুদের নেতৃত্বে কাজ করছে ছাত্রলীগের কর্মিবৃন্দ।
মহামারি করোনার প্রথম থেকেই ঈশ্বরদীতে সাধারণ মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন ছাত্রলীগ নেতা মিলন মাহমুদ। একইভাবে ভবিষ্যতে মানুষের পাশে থাকার আশা ব্যক্ত করেন এবং এই গণটিকাদান কর্মসূচি সফলের লক্ষ্যে বিভিন্ন স্তরের নেতা কর্মিদের মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য যে বিগত ২৯ জুলাই থেকে পাবনা জেলা ছাত্রলীগের উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত আছে ।
Leave a Reply