গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২টি কম্পিউটার চুরি হওয়ার খবর গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের টিনের চাল কাটা।ধারণা করা যাচ্ছে টিনের চাল কেটেই বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কম্পিউটার চুরির ঘটনা ঘটানো হয়েছে।
এদিকে গতকাল উক্ত বিভাগের চেয়ারম্যান তসলিম আহমেদ বলেন বিভাগটি বিশ্ববিদ্যালয়ের পেছনের দিকে অবস্থিত।সেখানে অনেক ঝোপঝাড় হওয়ার কারণে অনেকবার সাপের উপদ্রব এবং স্বাস্থ্য সমস্যা লক্ষ করায় ইতিপূর্বে নিরাপত্তা সমস্যাজনিত বিষয় নিয়ে ৩মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদনপত্র প্রদান করা হয়।
সরেজমিনে দেখা গিয়েছে বিভাগটির আশেপাশে লতাপাতায় ভরে উঠেছে। দেখা মিলেছে সাপেরও।
করোনা পরিস্থিতির কারনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ঝোপঝাড় তৈরি হয়েছে বলে জানা যায়।
প্রসঙ্গত ঈদ-উল-আজহার ছুটি শেষে এর আগে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়।পরবর্তীতে ৩৪ টি কম্পিউটার রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হলেও চুরি যাওয়া ১৫ টি কম্পিউটার ও মূল হোতা ধরা ছোয়ার বাইরে রয়েছে।যখন আগের কম্পিউটার চুরির হোতাদের গ্রেফতারের জন্য সরব শিক্ষার্থীরা,ঠিক সেই মুহূর্তেই ঘটলো আরেকটি চুরির ঘটনা।
Leave a Reply