ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের জাবরহাট সরকার পাড়া গ্রামের মৃত মোঃ আজাহার আলীর স্ত্রী মোছাঃ সাহিনুর বেগম(৭৫) এক গোরস্থানে ভাঙ্গা ঘরে খুব অসহায় ভাবে জীবন যাপন করছে।মৃত মোঃ আজাহার আলী ও মোছাঃ সাহিনুর বেগমের ৪ ছেলে-মেয়ে থাকার পরেও ছেলে সন্তান গুলো খবর নিচ্ছে না অসহায় বৃদ্ধার।এলাকাবাসীর সহযোগীতায় একা জীবন যাপন করেছে তিনি।
মোছাঃ সাহিনুর বেগমের স্বামী মোঃ আজাহার আলী গত ১৮ বছর আগে মারা যান।মোছাঃ সাহিনুর বেগমের স্বামী মারা যাওয়ার পর এই বেলা খাই ওই বেলা না খেয়ে বেঁচে আছে এই ৭৫ বছরের বৃদ্ধা। ১৮ বছর ধরে এই ভাবে চলছেন তিনি।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এই সাহিনুর বেগম গোরস্থানে ভাঙ্গা অন্ধকার ঘরে একা একা অসুস্থ শরীর নিয়ে বসবাস করে আসছেন।
সাহিনুর বেগমের সাথে কথা বলে জানা যায় তিনি সরকারি সাহায্য সহযোগীতা পাননি। বর্তমানে তিনি কোনো ভাতা পান না।উনার একটা থাকার ঘর নাই। উনি গোরস্থানে ঘর বাধে আছেন।উনার একটা পানি খাওয়ার টিউবওয়েল নাই।একটা বাথরুম নাই।
মোছাঃ সাহিনুর বেগম কান্না জড়িত কন্ঠে বলেন “আমার স্বামী যখন বেঁচে ছিলো তখন কষ্টের মাঝেও আমরা খুব সুখে সংসার করেছি।আমার স্বামী মারা যাওয়ার ১৮ বছর হয়ে যাচ্ছে।এলাকাবাসীর সহযোগীতায় খাই না খাই বেঁচে আছি। ছেলে গুলো খবর নেই না।আগে মাঝে মাঝে আসলেও এখন আর আমার কাছে আসে না।”
Leave a Reply