শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ভাষা ও সাংস্কৃতিক চর্চা প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে নারী ঐক্য উন্নয়ন সংঘের আয়োজনে সদরের সাওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপি এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার আদিবাসি মেয়েরা সাতটি দলে বিভক্ত হয়ে সাংস্কৃতিক চর্চা প্রতিযোগীতা অংশ নেয়। এসময় আদিবাসিদের ভাষা চর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ড বিকাশ লাভে অংশ নেয়া প্রতিযোগীদের উৎসাহ প্রদানে পুরস্কার বিতরণ করা হয়।
তাদের নৃত্য ও সংঙ্গীত পরিবেশন দেখতে আশপাশে কয়েকটি গ্রামের মানুষ উপস্থিত হন বিদ্যালয় প্রাঙ্গনে।
অনুষ্ঠানে নারী ঐক্য উন্নয়ন সংঘের সভাপতি দীপালী খালকো এর সভাপত্বি উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়, জেলা যুবলীগের সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, মহিলা কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালা, কাউন্সিলর দোলন কুমার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম সুরাইয়াসহ সংগঠনের অনেকে।
Leave a Reply