ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও অন্ধেষা প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা করা হয়।
মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক মনিরা আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক আরিফুর রহমান অপু, ঠাকুরগাঁও জেলা যুগ্ন আহ্বায়ক ইকলিমা খাতুন, পঞ্চগড় জেলা আহ্বায়ক শাহাজান আলী,সিন্দাগর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল রায়,পীরগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমনোরঞ্জন রায় প্রমুখ।
মতবিনিময় সভায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
Leave a Reply