ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বুধবার ১৮ নভেম্বর ।
বুধবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল জব্বার।
গত কয়েকদিন ধরে তার জ্বর সর্দি দেখা দেয়ায় মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন এমপি জাহিদুর রহমান কে।
কথা বলে জানা যায় গত মাসে ঢাকায় প্রায় দুই চার বার যাতাযাত করায় শরীর প্রচন্ড ক্লান্ত হয় এবং দ্রুত অসুস্থ হন এবং সাথে জ্বর ও কাঁশি অনুভব হয় দ্রুত তা বাড়তে থাকায় ঠাকুরগাঁও করোনার সুয়োগ হলে তিনি অার সময় ক্ষেপন না করে
বুধবার ঠাকুরগাঁও বক্ষব্যাধি ক্লিনিকে জীন এক্সপার্ট মেশিনে পরীক্ষা করে তার করোনাভাইরাস পজিটিভ আসে।
জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান এমপি সকলের কাছে দোয়া চেয়েছেন পীরগঞ্জ রানীসংকৈল বাসীর কাছে দ্রুত সুস্থতার।
জাহিদুর বলেন, আবার যেনো আমি যোগ দিতে পারি আপনাদের সেবায়।
Leave a Reply