ডাক্তার,নার্স ও পুলিশ সহ খাগড়াছড়িতে একদিনে সর্বোচ্চ ২৫ জন করোনা রোগী শবাক্ত হয়েছে আজ।
পার্বত্য জেলা খাগড়াছড়িতে আজকে (১৩ জুন) নতুন করে ২৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে একজন ডাক্তার, একজন নার্স ও পুলিশ সদস্য রয়েছে। এখন পর্যন্ত জেলায় আজকেই একদিনে সর্বোচ্চ আক্রান্ত করোনা রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্ত ২৫ জনের মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় -৫ জন,মাটিরাঙ্গা উপজেলায় -২ জন, মানিকছড়ি -৭ জন, দীঘিনালা – ৩ জন সহ রামগড় উপজেলার -৮ জন রয়েছে। আক্রান্তদের বেশির ভাগই মধ্যে বয়সী।
এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৮০ জন। বিষয়টি বাংলাদেশ সারাবেলা কে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা নূপুর কান্তি দাস।
খাগড়াছড়ি জেলায় করোনা পরিক্ষার ল্যাব না থাকায় রোগীদের নমুনা সংগ্রহ করে বিভাগীয় শহর চট্টগ্রামে পাঠানো হয়। যেখান থেকে রিপোর্ট আসতে ৫-৭ দিন সময় প্রয়োজন হয়। এমতাবস্থায় পার্শ্ববর্তী জেলা রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবী জানান স্থানীয় জনসাধারণ।
Leave a Reply