অতীব জরুরি ভিত্তিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'(ডিআইইউ)’র সকল বিভাগের শিক্ষার্থীদের ভ্যাকসিন নেবার নির্দেশ দিলেন রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম।
গতকাল ২-মার্চ (মঙ্গলবার) সকাল ১০ টায় এক জরুরি নোটিশের মধ্য দিয়ে কতৃপক্ষের নির্দেশক্রমে এ ঘোষণা দেওয়া হয়। এ নোটিশে অতীব জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে।
করোনাভাইরাসের কবল থেকে সুরক্ষা পেতে ডিআইইউয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে কতৃপক্ষের নির্দেশক্রমে এক নোটিশে মধ্য দিয়ে ভ্যাকসিন নেবার কথা বললেন রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম।
উল্ল্যেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি) কতৃক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশাসন বরাবর এ গুরুত্বপূর্ণ নির্দেশনাটি এসেছে।
এ নোটিশে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে আগামী ৫-মার্চের মধ্যেই ই-মেইলের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। ‘Times New Roman’ ফন্ট ব্যবহার করে এক্সেল ফরম্যাটে (.XLSX) প্রদান করতে হবে। কোনোভাবেই এম এস ওয়ার্ড অথবা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য নয় বলে জানানো হয়েছে।
ভ্যাকসিন প্রদানের নিমিত্তে দেওয়া এ নির্দেশনা নোটিশ প্রসঙ্গে রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতেই এ মহান সিদ্ধান্তটি নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি)।’
Leave a Reply