প্রোগ্রামিংয়ে আগ্রহী মেয়ে শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজন করে থাকে বিভিন্ন প্রোগ্রামিং প্রশিক্ষন ক্যাম্প।
সেটিরই ধারাবাহিকতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব’ আয়োজিত ৩ দিনব্যাপী ‘অনলাইন গ্র্যাসহোপার গার্লস প্রোগ্রামিং ক্যাম্প” শুরু হয়ে গেলো আজ।
আজ মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) বিকেল ৩ টা থেকে জুম প্ল্যাটফর্মে শুরু হয় এ ‘অনলাইন গ্র্যাসহোপার গার্লস প্রোগ্রামিং ক্যাম্প’টি।
প্রতিদিন বিকেল ৩-৫ টা পর্যন্ত ৩ দিনব্যাপী ভার্চুয়াল এ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।
এ ক্যাম্পটি শুধুমাত্র বিগিনারদের(একদমই নতুনদের) জন্য সাজানো হয়েছে। ক্যাম্পটিতে এলগরিদম এবং ডাটা স্ট্রাকচার সহ প্রবলেম সলভিংয়ের বিভিন্ন কৌশল নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনা হবে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ুয়া প্রোগ্রামিং শিখতে ইচ্ছুক এমন যে কেউ এ ক্যাম্পটিতে অংশ নিতে পারবে। ক্যাম্পটি শুধু মাত্র মেয়েদের জন্য।
এ ক্যাম্প নিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ককে এমন সুন্দর একটি প্রোগ্রাম আয়োজনের জন্য। আশা করি এরকম আয়োজনের মধ্য দিয়ে মেয়েরা তথ্য ও প্রযুক্তিখাতে আরও দূর্দান্ত ভাবে এগিয়ে যাব!”
ক্যাম্পটি চূড়ান্তভাবে শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টায়।
Leave a Reply