গতকাল (২৫ ডিসেম্বর ২০২০) ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস অনুষদের প্রফেসর হাবিবুর রহমান মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালুমনাই এসোসিয়েশন এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এরপর পরবর্তী ০২ (দুই) বছরের জন্য ৫৫ সদস্য বিশিষ্ট নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালুমনাই এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যলয়ের অন্যতম সফল এ অ্যালুমনাই এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সালাহউদ্দীন আহমেদ, মোঃ শাহজাহান, প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, মমতাজ আহসান বকুল প্রমুখ।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সূর্যসেন হলের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো: ফারুক আহমেদ তালুকদার।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসতিয়াক উদ্দিন শিমুল, ড. মো: নেয়ামুল ইসলাম,গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো: আল আমিন প্রমুখ।
Leave a Reply