ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিকুর রহমানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
দামি পোশাক বা প্রসাধনী সামগ্রী নয়,অসহায়ের মুখে হাঁসি ফোটাতে এবার ঈদ খরচ ব্যায় করেছেন ঢাবি শিক্ষার্থী তৌফিকুর রহমান।
প্রতিবেশী আত্বীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহ ২৮টি পরিবারের সাথে পবিত্র ঈদ-উল আযহা এর আনন্দ ভাগাভাগি করেছেন এই ঢাবি শিক্ষার্থী।
আগামীকাল ঈদ উল আযহা উপলক্ষে দুস্থ পরিবারগুলোতে ঈদ বাজার পৌঁছে দিয়েছেন তারা । বুধবার(২৯ জুলাই), বৃহস্পতিবার (৩০ জুলাই) ও শুক্রবার (৩১ জুলাই), তিনদিনব্যাপী তৌফিকুর রহমানের তত্বাবধানে রাকিব হাসান, মাহমুদুল হাসান (জিসান),শাহেদ হোসেন,ইমরুল হাসানের সার্বিক সহযোগিতায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের শেরখালী ও আন্দোলপোতা গ্রামে ২৮ টি পরিবারের মধ্যে ঈদ বাজার পৌঁছে দেওয়া হয়েছে।
১.সেমাই-৫০০ গ্রাম
২.চিনি-৫০০ গ্রাম
৩.নুডুলস-১ প্যাকেট
৪.লবন-১ কেজি
৫.তেল- ১/২ লিটার
৬.সাবান-১টি
৭.আলু-৫০০ গ্রাম
৮.পিয়াজ-৫০০ গ্রাম
৯.রসুন-১০০ গ্রাম
১০.শুকনা ঝাল-১০০ গ্রাম
১১.চাউল-৫ কেজি
১২.ডাউল-১ কেজি।
এছাড়াও গ্রামে বয়োজ্যেষ্ঠদের ফলমূলসহ ঔষধ বিতরন করা হয়েছে। ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার এই দুই ঈদেই এই কার্যক্রম অব্যহত আছে এবং ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তৌফিকুর রহমান।
Leave a Reply