এবছর পুরো রমজান মাসব্যাপি যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন চ্যানেল ৭৮৬ এ ধর্মবিষয়ক অনুষ্ঠান ‘থট অফ রমাদান’ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকবাল হোছাইনের সঞ্চালনায় মাসব্যাপী এই প্রোগ্রামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রমজান মাসব্যাপি দেশের খ্যাতিনামা ইসলামিক স্কলার, গবেষক ও শিক্ষাবিদরা আলোচক হিসাবে অংশগ্রহণ করে। মাসব্যাপি এ অনুষ্ঠানে ধর্মীয় বিষয়ের পাশাপাশি জীবন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক ড. ইকবাল হোছাইন বলেন, পুরো রমজান মাসজুড়ে দেশের খ্যাতিনামা ইসলামিক স্কলার, গবেষক ও শিক্ষাবিদরা আলোচক হিসাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। থট অফ রমাদানে প্রোগ্রামে ধর্মীয় বিষয়ের পাশাপাশি জীবন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়েও আলোচনা করা হয়েছে। এই অনুষ্ঠানের পাঠক ও শ্রোতারা প্রোগ্রামটিকে প্রাণবন্ত করেছে।
এ সম্পর্কে ফয়সাল নামের একজন শ্রোতা জানান, পুরো মাস জুড়ে এই প্রোগ্রামটি দেখেছি। এখান থেকে ধর্মীয় বিষয়ের পাশাপাশি অনেক অজানা তথ্য জানতে পেরেছি। যা আমার চলার পথে সহায়ক হিসাবে কাজ করবে। কর্তৃপক্ষের এমন আয়োজন কে আমি সাধুবাদ জানায়। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকুক।
প্রসঙ্গত, গত তিন বছর যাবত রমজান মাসে ‘থট অফ রামাদান’ এই প্রোগ্রামটি পরিচালনা করে আসছেন অধ্যাপক ড. ইকবাল হোছাইন। যুক্তরাষ্ট্রভিত্তিক আইপিডি চ্যানেল ৭৮৬ প্রোগ্রামটি সারা বিশ্বে বাংলাভাষাভাষীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। কর্তৃপক্ষ বরাবরের মতই প্রোগ্রামটি আগামীতে পরিচালনা করবেন বলে জানিয়েছেন।
Leave a Reply