পাবনা-৪ উপনির্বাচনে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নুরুজ্জামান বিশ্বাস ।
আজ বিকালে ধানমন্ডি ৩২ এ অবস্থিত আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয় থেকে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের পক্ষে পাবনা-৪ উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থকরা।মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পুত্র, যুবলীগ নেতা দোলন বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যাক্ত করে নুরুজ্জামান বিশ্বাসের মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপস্থিত ছাত্রনেতা জাহাঙ্গীর আলম বলেন “নুরুজ্জামান বিশ্বাস একজন প্রকৃত শেখ হাসিনার ভ্যানগার্ড,বীর মুক্তিযোদ্ধা ও বারংবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ।উনার পরিবার আওয়ামীলীগের রাজনীতি করে। উনি মনোনয়ন পেলে মাদক ও দলীয় গ্রুপিং এর রাজনীতি থেকে আমরা মুক্ত হতে পারবো।”
এ বিষয়ে চেয়ারম্যান পুত্র,যুবলীগ নেতা দোলন বিশ্বাস বলেন ” নেত্রী অবশ্যই আমার বাবার দলের প্রতি অবদান, ত্যাগ এর বিষয়গুলো বিশ্লেষণ করে মনোনয়ন দিয়ে এই আসনের জনপদের সেবা করার সুযোগ দিবেন।”
এদিকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী জানিয়ে মনোনয়ন প্রত্যাশী নুরুজ্জামান বিশ্বাস বলেন বলেন “আমি কয়েকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ঈশ্বরদীর মানুষের পাশে ছিলাম।জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে দেশরত্ন শেখ হাসিনাকে পাবনা-৪ আসন উপহার দিয়ে ঈশ্বরদী-আটঘরিয়াবাসীর মানুষের পাশে দাঁড়াতে চাই।
প্রসঙ্গত পাবনা-৪ আসন সহ দেশের ৫ টি সংসদীয় আসনে গতকাল সোমবার থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে।
সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Leave a Reply