খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘীনালাতে মেরুং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০১ পিস ইয়াবা, বাংলা মদ ও গাঁজাসহ একজনকে আটক করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। আটককৃত ওই ব্যাক্তির নাম মো: কবির হোসেন (৩২)।
সোমবার (১৭ মে) দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়।
খাগড়াছড়ি সেনা রিজিয়ন সূত্র জানায়, আটককৃত কবির হোসেন একজন ইয়াবা ব্যবসায়ী ও ইয়াবাসেবী। তার বিরুদ্ধে এর আগেও দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তারা আরও জানান, খাগড়াছড়ি সেনা রিজিয়নে ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার্থে ভয়ংকর মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply