গেল এপ্রিল মাসের শুরুতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলায় কর্মরত সাংবাদিক মুহিববুল্লাহ মুহিব ও সিবি২৪ এ কর্মরত সাংবাদিক মহিউদ্দিন মাহির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা হয়রানীমূলক মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার (আরইউসি)।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার (আরইউসি) এর সভাপতি এইচ,এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম, ওসমান গণি জানান, প্রকাশিত সংবাদে ওই সাংবাদিকদের নিজস্ব কোন বক্তব্য নেই। ভুক্তভোগী ও মামলার নথির তথ্য পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে প্রমাণিত হয় প্রতারক কথিত নোরা হোসেন, নুরা বেগম ও নুরা ফাত্তের বাংলাদেশের কোন নাগরিক সনদ নেই।
সে একাধিক উদীয়মান তরুণদের সাথে প্রতারণা করেছে উদ্যোক্তা সেজে। তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর কোন প্রতিবাদলিপি না দিয়ে দুই মাসের বেশি সময় পর ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করা হয়। যা সাংবাদিকদের কলমকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে সাংবাদিক নেতৃবৃন্দ।
অতি দ্রুত সাজানো এই মামলা থেকে দুই পেশাদার সাংবাদিককে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতৃবৃন্দ।
Leave a Reply