পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে চুরির উপদ্রব বাড়ায় আইন শৃঙ্খলা এবং সামাজিক সম্প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলার বোর্ড অফিস বাজারের হাজী মার্কেট চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুরাদিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগের ১নং সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান শিকদার । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদিয়া বিট পুলিশ অফিসার সাব- ইন্সপেক্টর মোঃ শাহাদাৎ হোসেন।
উপজেলা আ’ লীগের সহ-দপ্তর সম্পাদক সৈয়দ জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুরাদিয়া ইউপি সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাফর উল্লাহ, মুরাদিয়া বোর্ড অফিস বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, সমাজসেবক মহিবুল্লাহ, মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত হোসেন, ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন খান, সৈয়দ মিজানুর রহমান।
এসময় মুরাদিয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply