২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করনের লক্ষ্যে বোরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের উদ্বোধনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রকল্প দপ্তরের বাস্তবায়নে দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রনালয়ের অর্থায়নে শ্রীরামপুর ইউনিয়নের উত্তর রাজাখালী খান বাড়ি জামে মসজিদ হইতে পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত ( ৫০০.০০) মিটার এবং মুরাদিয়া ইউনিয়নের আকন বাড়ি জামে মসজিদ হইতে আর এইচডি রাস্তা পর্যন্ত (৫০০.০০) মিটার পর্যন্ত রাস্তা এইচবিবি করন এর উদ্বোধনী ও সূধীসমাবেশ শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ড. হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলহাজ্ব আজাহার আলী মৃধা, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন মৃধা ও সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল প্রমূখ। এসময় এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সূশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply