পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সন্তোষদী গ্রামের রাস্তার বেহাল দশা,যাতায়াতে সমস্যা হচ্ছে এলাকাবাসীর। এই রাস্তার বেহাল দশার কারনে এলাকার স্কুল – কলেজের শিক্ষার্থীসহ সাধারন মানুষ ভোগান্তিতে পড়তে হয় বর্ষার সময়। এমন অভিযোগ এনে এই সড়কটি দ্রুত মেরামত করার দাবি জানায় এলাকাবাসী। এদিকে মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক মোঃ লিটন ফকির বাংলাদেশ সারাবেলাকে বলেন “এই রাস্তা দিয়ে এলাকার প্রায় সব মানুষের চলাফেরা করে। আমি উপজেলা ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটি মেরামত করার জন্য।”
এলাকাবাসী জানান রাস্তার এই বেহালদশায় সবাইকেই পরতে হচ্ছে বিড়ম্বনায়।দ্রুত এই রাস্তাটি মেরামত না করা হলে দূর্ভোগের পরিমাণ দিনকে দিন বাড়তেই থাকবে,ব্যহত হবে এলাকার স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা। তাই দ্রুত রাস্তাটি মেরামতের দাবী এলাকাবাসীর।
Leave a Reply