ঘূর্নিঝড় সিত্রাং দুদিন ধরে হালকা বৃষ্টি ও বাতাস হওয়ার কারনে দুমকী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ধরনের রেন্টি, চাম্বল,মেহগনিসহ অন্যান্য গাছ পড়ে আঠারোগাছিয়া, মুরাদিয়া, জামলা পারকার্ত্তিকপাশা, আলগী, পাগলার মোড়সহ এলাকার ১৯ টি পয়েন্টে বিদ্যুতের খুঁটি, তার ছিঁড়ে পড়ে আছে বলে জানান প্রকৌশলী জামাল উদ্দিন। এসব এলাকায় তাদের লোকজন কাজ করে যাচ্ছেন। অন্য দিকে উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা জানান আমন ধানের ক্ষতি এখন পর্যন্ত হয়নি তবে ভারী বর্ষনের ফলে ৪০ হেক্টর জমির সবজির ক্ষতি হতে পারে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন উপজেলা কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সরকারের সিদ্ধান্ত মোতাবেক সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply