দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।সোমবার দুমকি থানায় অভিযোগ করেছেন ঠিকাদারী প্রতিস্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি মোঃ আবুল বাশার।
অভিযোগ ও সরজমিনে দেখা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের মেইন গেট ও প্রতিটি কক্ষের তালা ভেঙ্গে ভিতরে থাকা ৩৪টি সিলিং ফ্যান, ১টি ৭ কেভি জেনারেটর, সোলার বিদ্যুতের ৩টি বড় হ্যামকো ব্যাটারি, এবং সোলার বিদ্যুতের এটি মেশিন, এবং ভবনের ভিতরে বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
স্থানীয় বাসিন্দা মোঃ নজরুল ইসলাম বলেন বাউন্ডারী ওয়ালের গেটে তালা লাগানো থাকায় আমরা বুঝতে পারিনি যে চুরি হয়েছে, সোমবার দুমকি থানার পুলিশ উক্ত ভবন পরিদর্শনে এলে দেখা যায় ভবনের মেইন গেট সহ প্রতিটি কক্ষের তলা ভাঙ্গা এবং উক্ত মালামাল পাওয়া যাচ্ছেনা।
দুমকি থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন বলেন, এব্যাপারে ঠিকাদারের প্রতিনিধি মোঃ আবুল বাশার মালামাল চুরির ব্যাপারে ২৩/১২/২৪ ইং তারিখ দুমকি থানায় একটি জিডি করেছেন।
Leave a Reply