পটুয়াখালীর দুমকীতে প্রাকৃকিত হঠাৎ বৃষ্টির কারনে উপজেলার ৫ টি ইউনিয়নে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ।সরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের আলগী ধোপারহাট তেতুলবাড়িয়া বাশবুনিয়া,লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া,কার্তিকপাশা,লেবুখালী , শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী,শ্যামেরচর, চড়বয়েড়া,জামলা,আংগারিয়া ইউনিয়নের বাহেরচর,জলিশা,ঝাটরা
,মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি, ভক্তবাড়ী,দক্ষিন মুরাদিয়া, উত্তর মুরাদিয়াসহ বিভিন্ন এলাকায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।আমন ধানের ফলন ভাল হওয়ায় কুশি গুলো ভেঙ্গে মাঠে পানির মধ্যে পড়ে যাওয়ায় ক্ষতি হয়েছে । লেবুখালীর আঠারোগাছিয়ার কেতাবআলী বলেন,ঋনের টাকা নিয়ে জমিতে আমন বীজের রোপন করছিলাম ধানের ফলন দেখে আমার অনেক আশা ছিল ঋন কেটে উঠতে পারবো প্রাকৃতিক দূর্যোগের কারনে স্বর্বশান্ত হয়ে গেলাম।উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা বলেন এখনও সঠিক হিসাব দিতে পারবনা। আমাদের কৃষি উপ সহকারী কর্মকর্তারা মাঠে ক্ষয়ক্ষতির নিরুপনের জন্য আছেন। তিনি জানান এ বছর দুমকী উপজেলার ৬৬৪০ হেক্টর জমিতে কৃষকরা জমিতে আমন ধানের চাষ করছেনএবং ৫০ হেক্টর জমিতে শাক সবজি চাষ করেছেন।পানি জমে থাকলে সে পানি নিস্কাসনের প্রচেষ্টা চলছে। অন্য দিকে জমিতে পানি জমে থাকলে রবি মৌসুমের ফসল আবাদে ক্ষতির সম্মূখীন হতে হবে।
Leave a Reply