সারা দেশের ন্যায় পটুয়াখালীর দুমকীতে করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় সরকারের বেঁধে দেয়া বিধিনিষেধকে কেন্দ্র করে সর্বাত্মক ৭ দিনের লকডাউনের ১ম দিন পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদীদ মহোদয়ের নেতৃত্বে এবং থানা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। বিশেষ করে দুমকী সিনেমা হল, দুমকী বাজার, রাজাখালী বাজার,তালতলী বাজার, বোর্ড অফিস বাজার,বগা ফেরীঘাট এবং লেবুখালী পাগলার মোর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান কালে রাস্তায় আগত লোকজনকে লকডাউন মেনে চলার পরামর্শ দেন। এছাড়াও মুরাদিয়ার বোর্ড অফিস বাজার সংলগ্ন কারিমিয়া ক্বেরাতুল কোরআন নূরানী মাদ্রাসা খোলা থাকলে তিনি তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন এবং সরকারী বিধিনিষেধ মেনে চলতে নির্দেশ দেন। ১ম দিনে একজন দোকানীকে ৫০০ টাকা জরিমানা করা ছাড়া দুমকী উপজেলার অধিকাংশ ক্ষেত্রেই লকডাউন পুরোপুরি পালিত হয়েছে।
Leave a Reply