পটুয়াখালীর দুমকী উপজেলার বোর্ড অফিস বাজারের আলম মার্কেটের সামনে থেকে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতমঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাসী করে ১০০গ্রাম গাঁজা উদ্ধার হয়।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকী থানা পুলিশের একটি টিম উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন আলম মার্কেটের সামনে অভিযান চালিয়ে রাজিব (২২) ও তুহিন (১৯) নামের দু’ মাদক বিক্রেতাকে আটক করে। এসময় তাদের সাথে থাকা ব্যাগ থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। ধৃত রাজিবের গ্রামের বাড়ি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। তার পিতার নাম খলিল মৃধা। অপর আসামী তুহিনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার চৌধুরীবাগ এলাকায়। তার পিতার নাম আ: রশিদ সর্দার।
দুমকী থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বলেন, ধৃত দু’যুবককে নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply