পটুয়াখালীর দুমকীতে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সবুজ সিকদার এর নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন।
পটুয়াখালীতে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে দফায় দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা-উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার বেলা ১১ টার সময় দুমকী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সবুজ সিকদার এর নেতৃত্বে আর উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ফিরোজ খান, মোঃ হুমায়ন,মোঃ রাব্বিকুল ইসলাম শাকিল,মোঃ রাকিব আকন,মোঃ জাকারিয়া,মোঃ সম্রাট,মোঃ রাকিব মৃধা, মোঃ বায়জিদ,
আঙ্গারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান মোল্লা, মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা,মোঃ সিফাত হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মুরাদ মোল্লা,মোঃ মাহফুজ হাওলাদার, এইচ.এম. ইলিয়াস উদ্দীন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান নেতাকর্মীরা।
এর পূর্বে বৃহস্পতিবার ও শুক্রবার এ পটুয়াখালী প্রেস ক্লাব চত্বর, পটুয়াখালী সরকারী কলেজ এর সামনে এবং মির্জাগঞ্জ উপজেলায় দফায় দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও বুধবার পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগ।সেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার সহ অন্যান নেতাকর্মীরা । আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীরা দাবি করেন, পারিবারিক দ্বন্দ্বে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের বিরুদ্ধে এই মামলা।হাসানের চাচাত ভাই মাহামুদ শিকদার ও ভগ্নীপতি বাকি বিল্লাহ এবং তার স্ত্রী তাজনুর বেগম র্দীঘদিন ধরে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করছে। সম্প্রতি একটি মিথ্যা ঘটনা সাজিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি হাসানকে জড়িয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে বলেও অভিযোগ পটুয়াখালী ছাত্রলীগ নেতাকর্মীদের।
Leave a Reply