বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি করেছে পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রলীগ। উপজেলা সভাপতি মোঃ রফিকুল ইসলাম জীবন এর সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক সবুজ সিকদার এর পরিচালনায় প্রথমে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি পালন করে উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ। এসময় আ.লীগের অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশতাধিক নেতাকর্মীরা থানা ব্রিজ এলাকা থেকে র্যালি বের করে এবং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমা হল এলাকায় গিয়ে শেষ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, পাঙ্গাসিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, মাওলানা আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী মৃধা, আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপজেলা কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ সর্বস্তরের কয়েকশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply