পটুয়াখালীর দুমকীতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে, উপজেলা ভূমি অফিস, দুমকীর আয়োজনে ২২-২৮মে সপ্তাহ ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে এক রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন শ্রীরামপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তাগন, ই-নামজারি,জমির ম্যাপ, ভূমি উন্নয়ন কর, খতিয়ান (পর্চা), ভূমি বিষয়ক পরামর্শ ও অভিযোগের ব্যাপারে তথ্য উপাত্ত তুলে ধরেন।
Leave a Reply