পটুয়াখালীর দুমকীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জালসহ অন্যান্য অবৈধ জাল অপসারনে বিশেষ অভিযানে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর দুমকী মোবাইল কোর্ট চালিয়ে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ৩টি অবৈধ বেহুন্দী জাল উদ্ধার করে উপজেলা পরিষদ চত্তরে এনে পুড়িয়ে ফেলে। গতকাল শুক্রবার দুমকী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জাহাঙ্গীর মিয়া উপজেলার পায়রা নদীতে দুমকী থানা পুলিশের সহায়তায় ৩টি অবৈধ বেহুন্দী জাল উদ্ধার করে এবং চারজন জেলেকে আইন অমান্য করায় দন্ডবিধি ১৮৮ ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন মাসুদ ১মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন, পাংগাশিয়ার আনসার(৫৫), বেল্লাল হাওলাদার(৪২), কালাম(৩০) ও নুরুল হক খন্দকার(৪৬)।
Leave a Reply