পটুয়াখালীর দুমকীতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালুকদার বাজার এলাকায় গতকাল ১৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে রায়হান তালুকদার(২২) নামে এক যুবক’কে একই বাড়ির শহিদুল ইসলাম তালুকদারের দুই ছেলে শাহিন তালুকদার ও আরিফ তালুকদার এবং হারুন অর-রশিদ হাওলাদার এর ছেলে নাজমুল হাওলাদার সংঘবদ্ধ হয়ে রায়হানের উপর অতর্কিত হামলা করে। আহত রায়হানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। রায়হানের হাতে ১৯ টি সেলাই দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে দুমকী থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে ২নং আসামি আরিফ তালুকদারকে আটক করেছে বলে জানিয়েছেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।
Leave a Reply