পটুয়াখালীর দুমকী নতুন বাজারের মৎস্য ব্যবসায়ী মোঃ ফোরকান হাওলাদার(৫০) এর মৃত্যুতে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুমকী নতুন বাজার কমিটির উদ্যোগে শুক্রবার (১ অক্টোবর) বাদ আসর প্রেসক্লাব দুমকীর সামনে এ শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বাজার কমিটির সভাপতি সার্জেন্ট অবঃ ফজলুল হক,সাধারণ সম্পাদক শহিদ সরদার,প্রেসক্লাব দুমকীর সভাপতি জসিম উদ্দিন সুমন,প্রেসক্লাবের কার্যকরী সদস্য অধ্যক্ষ জামাল প্রমুখ বক্তব্য রাখেন।
শোকসভায় বক্তাগণ সদ্যপ্রয়াত ফোরকান হাওলাদারের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এতে দোয়া পরিচালনা করেন সরকারি জনতা কলেজ মসজিদের খতিব মাওলানা আল-আমিন। তিনি ফোরকান হাওলাদার সহ সমিতির প্রয়াত সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
Leave a Reply