পটুয়াখালীর দুমকীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ গ্রহন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৭ জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কার আদেশ প্রদান করা হয়। আদেশে বলা হয় বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটি ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের নির্দেশনা মোতাবেক আপনাকে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছিলো। কিন্তু আপনি মনোনয়নপত্র প্রত্যাহার না করে প্রার্থিতা বহাল রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের নির্দেশনা মোতাবেক আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হল। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করা বহিস্কৃতরা হলেন মুরাদিয়া থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শাহআলম হাওলাদার (মাস্টার), উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আকলিমা আক্তার আখি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুবলীগ নেতা আনোয়ারুজ্জামান ইমরাজ। আঙ্গারিয়া ইউনিয়ন থেকে আ’লীগ নেতা সৈয়দ শাহআলম। পাংগাশিয়া ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান তালুকদার, ইউনিয়ন কৃষকলীগ নেতা ফরিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলমগীর সিকদার।
Leave a Reply