পটুয়াখালীর দুমকীতে আসন্ন ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ২ ইউনিয়নে কেন্দ্রীয় সিদ্ধান্তে নৌকার দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আ’লীগের ও যুবলীগের পরিক্ষীত ২ নেতা।
শ্রীরামপুর ইউনিয়নে মনোনীত হয়েছেন বর্তমান চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা আ’লীগের সদস্য মোঃ আমিনুল ইসলাম ( ছালাম) এবং লেবুখালী ইউনিয়নে মনোনীত হয়েছেন সদ্যপ্রায়াত চেয়ারম্যান শাহ-আলম আকনের ছেলে যিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন।
বাংলাদেশ আ’লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় তাদের নাম ঘোষণা করা হয়।
নৌকা প্রতীক পাওয়ার খবরে ২টি ইউনিয়নের আ’লীগের নেতা কর্মীরা ও দলীয় সমর্থকরা আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করেছেন।
অপর দিকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু মনোনীত হননি এমন প্রার্থীদের সাথে আলাপকালে তারা জানান, নির্বাচন করব কিনা এ বিষয়ে নেতা-কর্মী এবং সমর্থকদের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।
উল্লেখ্য, দেশের ৫৭ ইউনিয়ন পরিষদে আগামী ১৭ জুলাই ভোটগ্রহণের দিন নির্ধারণ করে গত ৩১মে(বুধবার) তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। ইউনিয়ন পরিষদগুলোতে কাগজের ব্যালটে ভোট নেওয়া হবে।
Leave a Reply