কুষ্টিয়ার দৌলতপুরের পিয়ারপুর ইউনিয়ন এর কামালপুর হাইস্কুল এর প্রধান শিক্ষক আলী আকবর কর্তৃক ৬ষ্ঠ শ্রেণির ২ ছাত্রী রিতু খাতুন ও আইরিন খাতুন কে হাতের তালুতে নিজেদের নাম লেখার অভিযোগে বেদম প্রহার করেছে বলে জানিয়েছেন উভয়ের পরিবার। ছাত্রীদ্বয়ের অবস্থা গুরুতর খারাপ হলে তাদের কে তাৎক্ষণিক ভাবে ভেড়ামারা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এবিষয়ে এলাকায় চরম উত্তেজনা অবস্থা বিরাজ করছে। প্রধান শিক্ষক আলী আকবর সুকৌশলে এলাকা ত্যাগ করে ভেড়ামারার বাসায় অবস্থান করছে বলে একাধিক সূত্রে জানা যায়।
মোবাইল ফোনে প্রধান শিক্ষক আলী আকবর এর কাছে বিষয় টি জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, এমন কোন ঘটনা ঘটেনি। তার উত্তরের প্রেক্ষিতে পুনরায় তাকে প্রশ্ন করা হয় তাহলে তাদের মুখে আঙুলের ছাপ এবং চরম অসুস্থ অবস্থায় তারা হাসপাতালে কেন? কৌশলে প্রধান শিক্ষক আলী আকবর একই কথা বলেন, আমি মারিনি, আমি জানিনা।
এলাকাবাসী সূত্রে অসংখ্য ব্যক্তি জানান, আলী আকবর স্যারের মারের ঘটনা প্রায় এমন শোনা যায়। আজ মার টা বেশী হয়ে গেছে বলে সবাই জানাজানি হয়ে গেছে।
দৌলতপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সালেক সাহেব বলেন বিষয় টি আমি অবগত নয় এমনকি কেউ আমার কাছে অভিযোগ ও করিনি। তবে যেহেতু বিষয় টি আপনার মাধ্যমে অবগত হলাম আমি বিষয় টি তদন্ত করবো।
স্কুলের সভাপতি আলী আকতার বলেন, বিষয় টি এই মাত্র অবগত হলাম। ম্যানেজিং কমিটির সাথে আলোচনা না করে আমি কোন বক্তব্য দিতে পারবোনা।
উভয়ের পরিবারের তদন্ত সাপেক্ষে বিচার প্রার্থনা করেছেন। আগামীকাল তারা মানববন্ধন করবে বলে জানিয়েছেন।
Leave a Reply