প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ ভোজ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি’র সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে এই আয়োজন শুরু হয় মঙ্গলবার বেলা ১০ টা থেকে, চলবে বিকাল পর্যন্ত।
১১ টার আগেই শেখ হাসিনার জন্মদিন উৎযাপনে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হোন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি টিপুনেওয়াজ, শহিদুল হালশানা, যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুজ্জামান খান, মহিলা বিষয়ক সম্পাদক সোনালি খাতুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রোমান্স মোল্লিক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় এম পি তার বক্তব্যে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। এবং দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের শক্তিশালী করতে নেতাকর্মীদের সাথে নিয়ে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply