রাজশাহী জেলার বাঘা উপজেলা দ্বিতীয়বারের মতো লকডাউনের কবলে পরলো।বাঘা উপজেলা প্রশাসন দ্বিতীয় বারের মতো লকডাউন ঘোষনা করেছে আজ।
সারাদেশে অঘোষিত লকডাউনের মাঝেই দেশব্যাপী বিভিন্ন বিপণন প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এসব দোকানে সামাজিক দূরত্ব মানছেন না ক্রেতা-বিক্রেতারা।
সারাদেশের মতো রাজশাহী জেলার বাঘা উপজেলাও ছিলো লকডাউনের ভেতরে। পরবর্তীতে সরকারের ঘোষণা মোতাবেক খুলে দেয়া হয় মার্কেট।কিন্তু ক্রেতা বিক্রেতাদের সামাজিক দূরত্ব মেনে না চলায় দ্বিতীয়বারের মতো করা হয়েছে লকডাউন।
এদিকে বাঘা উপজেলা প্রশাসন দ্বিতীয় বারের মতো লকডাউন ঘোষনা করা সত্বেও সাধারণ জনগণ সচেতন হয়নি।মানছেন না সামাজিক দূরত্বের নিয়ম। এ অবস্থায় কঠোর হয়েছে প্রশাসনের ব্যাক্তিবর্গরা। বাধ্য হয়ে দোকানে দোকানে আনসার এবং কিছু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন ভঙ্গকারীদের করা হচ্ছে জরিমানা। তবুও বিভিন্ন জায়গায় নিয়মনীতি উপেক্ষা করে অবাধে চলাফেরা করতে দেখা গিয়েছে।
উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে দেশের ভয়াবহতা এই করোনা ভাইরাস এর কারনে। কিন্তু সাধারন জনগন যেন এর কোনো গুরুত্বই দিচ্ছে না
Leave a Reply