জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাহিত্য সংগঠন ‘শব্দকুটির’ আবৃত্তি প্রতিযোগিতা ’২৫ আয়োজন করেছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে আনুষ্ঠানিক পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘শব্দকুটির’-এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শিরিন আক্তারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আফিয়া আবিদা ইশার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুল করিম ও ফারিয়ান তাহরীম।
অতিথি আলোচক হিসেবে ‘নজরুলের স্বাতন্ত্র্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, কবি ও প্রাবন্ধিক গাজী গিয়াস উদ্দিন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা পারভীন তামান্না ও মুঞ্জু রানী দাস।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ‘শব্দকুটির’-কে ধন্যবাদ জানিয়ে বলেন, “কেবল নজরুলের কবিতা নয়, কবিতা আমাদেরকে ইনসাফ, সংগ্রাম ও সাম্যের কথা শেখায়।” তিনি আরও বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু কবি নন; আমাদের মুক্তিসংগ্রামের বিভিন্ন আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন। কবিতা ও স্লোগানের মাধ্যমে তিনি আমাদের সঙ্গে ছিলেন।”
‘শব্দকুটির’-এর সাধারণ সম্পাদক মুজতবা ফয়সাল নাঈম অতিথিদের শুরুতে আমন্ত্রণ জানিয়ে বলেন, “নোবিপ্রবির সাহিত্য সংগঠন ‘শব্দকুটির’ সবসময় নানা উদ্যোগে শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে এ আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আবৃত্তিচর্চা উৎসাহে ধারাবাহিকভাবে এমন আয়োজন করবো, ইনশাআল্লাহ।” সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. শিরিন আক্তার প্রতিযোগীদের স্বাগত জানিয়ে এবং আয়োজনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়—এই তিনটি ক্যাটাগরিতে ৩৫ জন প্রতিযোগী অংশ নেন। পর্ব শেষে প্রতিটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply